
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বরের গাড়িবহরে হামলা চালিয়ে নববধূকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। বিডি নিউজ।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসূলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এতে বরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ি থেকে প্রাইভেট কারে করে বরযাত্রী ফিরছিলেন। পথে রসূলপুর এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে টেকপাড়া এলাকার মোফাজ্জল (২৪), আলমগীর (২০), রাকিবসহ (১৯) ৭-৮ জন বরের গাড়ির গতিরোধ করে।
তারা বর ও তার সহযাত্রীদের পিটিয়ে নববধূকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়।
মেয়েটির বাবা বলেন, ‘ঈদের নামাজের পর একটি তুচ্ছ ঘটনায় এ সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে জখম করেছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা করি। এর পর থেকে তারা আমাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল।’
No comments:
Post a Comment