
প্রশ্নঃ রাফ সেক্স কাকে বলে? রাফ সেক্স করার পদ্ধতি
উত্তরঃ রাফ সেক্স শব্দটি হচ্ছে ইংরেজী। যার বাংলা হচ্ছেঃ প্রবল উত্তেজনার সাথে সেক্স করাকে বলা হয়। এটি সুস্থ যৌন আচরণের মধ্যে পড়ে না। এটি অমার্জিত যৌন আচরণ। প্রবল যৌন উত্তেজনার সাথে যোনিপথে লিঙ্গ চালানোকে রাফ সেক্স বলে। এই ধরণের আচরণ করা ঠিক নয়। তবে স্ত্রী যদি পছন্দ করে তাতে কোন দোষ নেই। এইটি অনেক নারী পছন্দ করে আবার অনেকে রোমান্টিক যৌন আচরণ পছন্দ করে। যৌন মিলনের সময় রোমান্টিক ভাবে মিলন করলেই সব চেয়ে ভালো। প্রবল উত্তেজনায় মিলন করলে তাড়াতাড়ি উত্তেজনা শেষ হয়ে যায়। রাফ সেক্স করলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। যেমন যোনিপথে ব্যথা, বা যোনিপথে ক্ষতের সৃষ্টি হতে পারে। হুট করে স্ত্রীকে জড়িয়ে ধরে আদর করা, প্রবল উত্তেজনার সাথে তাকে চুমু খাওয়া, এটিও রাফ সেক্সের অন্তর্ভূক্ত। এই আচরণ নারীরা পছন্দ করে যদিও মুখে না বলে। তবে সব সময় এটি প্রয়োগ করা উচিৎ নয়। কেননা, সবার মন-মেজাজ সব সময় একই রকম থাকে না। যৌন উত্তেজনায় বশবতী হয়ে সঙ্গীনীর গালে কামড় দেওয়া বা তাঁর স্তনে কামড় দিয়ে দাগ বসিয়ে দেওয়া এটাকে রাফ বলে না বরং খারাপ যৌন আচরণ বলে। স্বামীর উচিৎ নয় যৌনাচারে সঙ্গীনীকে কষ্ট দেওয়া বা স্ত্রীকে লজ্জায় পড়তে হয় এমন আচরণ করা।
আমি সেক্স গাইড পড়ে যেসব জেনেছি, তাঁর মধ্যে এই বিষয় গুলোও রাফ সেক্সের মধ্যে অন্তর্ভূক্ত। যেমনঃ
- জোরে জোরে স্তন টিপা,
- জোরে জোরে নিতম্ব টিপা
অনেক নারী তাঁর সঙ্গীনীর কাছ এটা কামনা করে। যেসব নারী তাঁর আশা অনুযায়ী ফল পায়না তারা মুখে অনেক সময় বলেও দেয়। তাই যৌন মিলনের সময় নিজেদের চাহিদা কি কি তা নিয়ে আলোচনা করলে ভালো হয়। বিভাগঃ সেক্স / আমাদের সকল বিভাগ
No comments:
Post a Comment