সিসিটিভির ফুটেজে নারী কর্মীকে ধর্ষণচেষ্টার চিত্র। ছবি : এনডিটিভি
‘অবিশ্বাস্য এবং বর্বর!’ এই দুই শব্দে ঘটনাটিকে বর্ণনা করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। দেশটির কর্ণাটক রাজ্যে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের এক নারী কর্মীকে গ্রামপ্রধানের ধর্ষণচেষ্টার খবর গণমাধ্যমে আসার পর দেশটিতে বইছে নিন্দার ঝড়।
গত সপ্তাহে কর্ণাটকের মান্দিয়া জেলার কেসতুরু গ্রামের পঞ্চায়েত কার্যালয়ের এক নারী কর্মী অভিযোগ করে তাঁকে ধর্ষণের চেষ্টা করেছেন গ্রাম পঞ্চায়েতপ্রধান চন্দ্রহাসা। পরে বিভাগীয় তদন্তে পঞ্চায়েত কার্যালয়ে রাখা সিসিটিভির ফুটেজে এই ঘটনার সত্যতা মেলে।
এনডিটিভি জানিয়েছে, খবরটি জানাজানি হতেই গ্রাম পঞ্চায়েতপ্রধান চন্দ্রহাসাকে বরখাস্ত করে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের শিকার ওই নারীর পাশে এসে দাঁড়িয়েছেন সমাজকর্মীরাসহ ওই রাজ্যের মুখ্যমন্ত্রীও।
No comments:
Post a Comment