Wednesday

হাতিরঝিলে ‘ভালবাসা ভালবাসা’


হাতিরঝিলে ‘ভালবাসা ভালবাসা’

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসা প্রকাশের দিন ছিল আজ।  ভালবাসার রঙে রঙিন হয়ে ওঠে হাজারো তরুণ-তরুণীর হৃদয়। তাদের মুখে ছিল নীরব ধ্বনি ‘ভালবাসি ভালবাসি’!

 

রোববার বিশ্ব ভালবাসা দিবসে তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত ছিল রাজধানীর দৃষ্টিনন্দন এলাকা হাতিরঝিল। হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, এমন আবেগে কেটেছে তাদের সারাবেলা। ভালবাসার চিরন্তন বোধ আজ হয়তো একটু বেশিই অনুভূত হয়েছে তাদের।

 

রোববার হাতিঝিলে ঘুরতে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনিতা ও তার বন্ধু তানভীর। দীর্ঘ সময় মুক্ত আকাশের নিচে ঘোরাঘুরি করেন তারা। কথা হয় তাদের সঙ্গে। তারা রাইজিংবিডিকে বলেন, ‘প্রতিদিনই ভালবাসার। তবে আজ একটু বিশেষভাবে পালন করা হচ্ছে।’

 

ব্যবসায়ী শরিফুল আলম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে আসেন হাতিরঝিলে। তারা বলেন, ভালবাসার চিরন্তন বোধ আজ হয়ত একটু বেশিই অনুভূত হচ্ছে ফুল বিনিময় ও আবেগের ভাষায়।

 

বিকেলে শিশু ছেলেকে নিয়ে হাতিরঝিলে আসেন রাজিব-তানিয়া দম্পতি। তারা জানান, এ দিবস শুধু তরুণ-তরুণীর নয়। যেকোনো বয়সের মানুষের ভালবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিকতার দিন আজ।

No comments:

Post a Comment