Monday

সহবাসের সময় কম পেলে আপনার যা করনীয়



প্রশ্নঃ আমি আমার স্ত্রীর সাথে সহবাস করলে এক মিনিটের মধ্যেই বীর্য চলে আসে মন মত সহবাস করতে পারিনা প্রথম অবস্থায় যেন তিন মিনিট করতে পারি এমন ব্যাবস্থা কি আছে থাকলে বলেন?


উত্তরঃ সহবাসের সময় আপনি নিজে বেশি উত্তেজিত হবে না বরং স্ত্রীকে বেশি করে উত্তেজিত করবেন। সহবাসের সময় কিভাবে বাড়ানো যায় আমরা এসম্পর্কিত অনেক পোস্ট করেছি। আপনি আমাদের আগের করা পোস্ট গুলো পড়ুন তাহলেই তো সহবাসের সময় অনেক গুণ বৃদ্ধি করতে পারেন। তাছাড়া যৌন মিলন করা ব্যতীতও আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন। জানেন কি এটি কিভাবে করতে হয়? যদি না জেনে থাকেন তাহলে নিচের দেওয়া পোস্ট গুলো একটি একটি করে পড়েন নিন। আর ভালো একজন যৌন ডাক্তার দ্বারা চিকিৎসা নিতে পারেন।

০১. সহবাস করা কখন শুরু করবেন?

০২. সহবাসের সময় বাড়ানোর সহজ উপায়

০৩. সহবাসের সময় বাড়ানোর ৩ টি কার্যকরী উপায়

০৪. স্ত্রীকে দ্রুত উত্তেজিত করার উপায়

০৫. যেভাবে স্বামী স্ত্রীকে একে-অপরকে উত্তেজিত করবেন?

০৬. যৌন মিলন ব্যতিত স্ত্রীকে যৌন সুখ দেওয়ার উপায়

০৭. যৌন শক্তি বাড়ানোর খাবারের পরিচয়

আশা করি আপনি আমাদের পোস্ট গুলো পড়ে উপকৃত হবে।

No comments:

Post a Comment