Friday

জেনেনিন যে কারণে কারাগারে কাঁদছে ঐশী! জানলে অবাক হবেন




কারাগারের ভেতর ঐশী কাঁদছে। অঝোর ধারায়। তার কান্না থামানো যাচ্ছেনা। পুলিশ ইন্সপেক্টর তনয়া মা বাবাকে খুন করার পর এই প্রথম তাকে কাঁদতে দেখা গেল। কাসিম মহিলা কেন্দ্রীয় কারাগারে নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ(সােমবার) দুপুর দেড়টার দিকে তার জন্য খাবার নিয়ে গেলে মহিলা কারারক্ষি তাকে কাঁদতে দেখেন।

শত চেষ্টা করেও তার কান্নার কারন জানা যায়নি। ধারনা করা হচ্ছে মা বাবাকে হত্যা এবং একমাত্র ছোট ভাইয়ের জীবনে বিপর্যয় আনার কারনে সে কান্নাকাটি করছে। এতদিন ঐশী খুব একটা কারো সাথে কথা বলতোনা। শুধু ফ্যাল ফ্যাল চোখে একদিকে তাকিয়ে থাকে।

২০১৩ সালের ১৬ আগস্ট চেতনা নাশক ওষুধ খাইয়ে বাবা পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে খুন করে ঐশী। এরপর ছোট ভাইকে নিয়ে পল্টন থানায় আতœসমর্পন করে। এই ঘটনায় তার চাচা মশিউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

তদন্তভার অর্পিত হয় গোয়েন্দা পুলিশের ওপর। রিমান্ডে থাকা অবস্থায় ঐশী নানা আজগুবি গল্প ফাঁদলেও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে ঐশী নিজ হাতে মা বাবাকে খুন করার কথা স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আদালত ঐশীর বন্ধু জনিকে বেকসুর খালাস দেয় অপর বন্ধু রনিকে ২ বছরের কারা দন্ড এবং ঐশীকে ফাঁসির আদেশ দেয়। সেই থেকে ঐশী কারান্তরিন।

No comments:

Post a Comment