
সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে পাওয়া গিয়েছে, মিলনের সময় ৭ থেকে ১৩ মিনিট পর্যন্ত হয়ে থাকে। তবে ৩ মিনেটের ভালবাসাপুর্ণ শারীরিক মিলনই ‘পর্যাপ্ত’।
গবেষণায় বলা হয়েছে, ৩ থেকে ৭ মিনেটের মিলন মোটের উপরে ঠিকঠাক। তবে অনেকেই মিলনকে ১৩ মিনিট পর্যন্ত দীর্ঘ করতে পারেন। তবে সেটা কমন নয়। ব্যতিক্রম।
সাধারণত পর্ন দেখে পুরুষের মনে হীনম্মন্যতা তৈরি হয়। মনে হয়, বেশিক্ষণ চালু রাখতে পারাটাই পৌরুষ প্রকাশের আসল কথা। কিন্তু তা আদৌ নয়। গবেষণা বলছে, সঙ্গীকে সুখ দিতে পারাটাই আসল কথা। সময়টা বড় কথা নয়।
অনেকে সময় বাড়ানোর জন্য নানা রকম টোটকা এবং ওষুধ ব্যবহার করে থাকেন। কিন্তু চিকিৎসকরা বলেন, এটা বেশি ক্ষতিকর। এর ফলে স্থায়ী ক্ষতিও হতে পারে।
No comments:
Post a Comment