Thursday

পুরোনো মামলায় আবার ফেঁসে যাচ্ছেন সালমান খান




বিনোদন ডেস্কঃ

প্রায় দুই দশক আগের পুরোনা কৃষ্ণসার হরিণ হত্যা মামলা সালমান খানকে বেশ ভুগিয়েছে। এর একটি মামলায় তাকে এক বছর এবং অন্যটিতে পাঁচ বছর জেলও দেওয়া হয়। তবে, গত জুলাইয়ে মামলা দুটি থেকে অব্যহতি পাওয়া পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি। তবে নতুন করে আবারও সেই মামলায় আপিল করার সিদ্ধান্ত জানিয়ে বলিউড সুপারস্টারকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে ভারতের রাজস্থান রাজ্য সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মঙ্গলবার রাজস্থান সরকারের আইনমন্ত্রী রাজেন্দ্র রাঠোর জানান, ”সরকার মামলাটির সুফল এবং কুফল পর্যালোচনা করেছে এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বন্য প্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসে সালমান খানের বিরুদ্ধে পৃথক ওই মামলা দুটি দায়ের করা হয়। এরপর ২০০৬ সালে একটি মামলায় এক বছর এবং অন্যটিতে ৫ বছর কারাদণ্ড আদালত। এরপর সালমান খান আপিল করলে চলতি বছরের ২৫ জুলাই অভিযোগ থেকে সালমানকে অব্যাহতি দেন দেশটির সর্বোচ্চ আদালত।

No comments:

Post a Comment