Thursday

১ হাজার ডিম দিয়ে বিয়ের পোশাক


১ হাজার ডিম দিয়ে বিয়ের পোশাক

চীনের একজন শিল্পী ডিম দিয়ে তৈরি করেছেন বিয়ের পোশাক। কং নিং নামের সেই শিল্পী পোশাকটি তৈরি ব্যবহার করেছেন ১ হাজারটি ডিম।

শুক্রবার বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে এই পোশাকটি তৈরি করেন। কং নিং পোশাকটি পরে বেইজিংয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস এলাকায় হেঁটে যান প্রদর্শনীর জন্য।

তিনি ম্যাশেবলকে জানান, এই পোশাকটি তৈরি করতে তার দুই দিন সময় লেগেছে।

তবে পোশাকটি তৈরির সময় এবং পরিধানের সময় কী পরিমাণ ডিম ভেঙেছে তা নিশ্চিত করে বলেননি কং নিং।

পোশাক নিয়ে শিল্পকর্ম করতে খুবই ভালবাসেন কং। এর আগে গত ডিসেম্বরে তিনি শত শত বিশেষ ধরনের মুখোশ পোশাকের মধ্যে ঢুকিয়ে রাস্তায় হেঁটে বেড়ান। তিনি কাজটি করেছিলেন বায়ু দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।

No comments:

Post a Comment