
এক আপু আমাদের কে ম্যাসাজ দিয়েছেন। কিন্তু আমরা রিপ্লে করতে সমস্যা হচ্ছে বিদায় এখানেই পোষ্ট করে দিলাম। আশা বোনেরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে।
প্রশ্নঃ আমি বিবাহিত। স্বামী বিদেশে তাই বাসায় আমি ও আমার শাশুড়ী এবং আমার ননদের ১৫ বছরের ছেলে থাকে। আমি নিজে কিভাবে আমার ননদের ছেলের সাথে সেক্সে জড়িয়ে গেলাম বুঝতেই পারিনি। এখন আমি কি করবো?
উত্তরঃ আপু এটা তো খুবই খারাপ কাজ হয়েছে। ইসলামে বিবাহ পূর্বে সহবাস হচ্ছে যিনা এবং বিবাহের পরে স্বামী ব্যতীত বা স্ত্রী ব্যতীত স্বামী যদি অন্য কারো সাথে সহবাস করে তাহলে সেটা হচ্ছে ব্যভিচার। ইসলামে ব্যভিচারের শাস্তি হচ্ছে বুক সমান গর্ত করে পাথর নিক্ষেপ করে হত্যা করা এবং যিনাকারীর শাস্তি হচ্ছে ১০০ টিও বেত্রাঘাত করা। আপনার প্রতি আমার পরামর্শ এই যে আপনি আগে যা করেছেন তা পরিহার করে মহান আল্লাহর দরবারে তওবা করুণ। যেহেতু আল্লাহ মহান, ক্ষমাকারী ও দয়ালু তিনি নিশ্চয় আপনাকে ক্ষমা করে দিবেন। তাছাড়া আপনি আপনার স্বামী হকের খেয়ানত করেছেন। তাঁর বিশ্বাস প্রতি আঘাত করেছেন। আপনাকে ভোগ করার অধিকার একমাত্র আপনার স্বামী এবং আপনার স্বামীকে ভোগ করার অধিকার একমাত্র আপনার। আপনার স্বামী অনুপস্থিতে আপনার দেহের যিম্মাদার আপনি নিজে। আপনার স্বামী আপনাকে আপনার কাছেই আমানত রেখে গেছেন। আপনি তাঁর আমানতের খিয়ানত করেছেন। সেটাও আপনাকে বুঝতে হবে। যেটা আপনি গোপনে করে ফেলেছেন সেটা অপ্রকাশিত থেকে যাক। কারোর কাছে প্রকাশ করার দরকার নেই। যেমনটি আমরা রাসূল (সাঃ) এর হাদীস থেকে পায়। এখানে দেখুন। সাথে আরো কিছুর পোস্টের তালিকা দিলাম যেগুলো পড়ে বোনেরা উপকৃত হবে আশা করি। আসলে প্রবাসীরা আছে বড় জ্বালায়। একদিকে তারা বিদেশের মাটিতে হাড় ভাঙ্গা পরিশ্রম করে সংসারের সচ্চলতা আনার জন্য। অপর দিকে কিছু বধূরা স্বামীর অনুপস্থিতে জড়িয়ে যায় অবৈধ যৌনাচারা। আবার তাদেরকে আরো নানান রকমের কটাক্ষ শুনতে হয়। কথা হচ্ছে প্রবাসীরা যাবে কোথায়?
No comments:
Post a Comment