
ওয়েব ডেস্ক: একটি শিশু কিন্তু মাথা দুটো! এমন ঘটনা গল্পে শোনা যায়। কিন্তু বাস্তবেও ঘটে গেল এমনই একটি বিরল ঘটনা। যার স্বাক্ষী হয়ে থাকল বাংলাদেশ।
বুধবার বাংলাদেশের হাসপাতালে একটি শিশু জন্মায়। যার মাথা দুটো। পরিবারের তরফ থেকে জানা গেছে, শিশুটি মেয়ে। জন্মানোর পর থেকেই শ্বাস কষ্ট জনিত সমস্যায় ভুগতে থাকে শিশুটি। বাংলাদেশের ব্রাহমানবাড়িয়ার একটি হাসপাতালে জন্ম হলেও শ্বাস কষ্টের জন্য ঢাকার একটি বিখ্যাত হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে শিশুটিকে।
শিশুটির বাবা জামাল মিয়াঁ জানান, 'যখন তিনি তাঁর মেয়েকে দেখেন তখন তিনি অবাক হয়ে যান। তার দুটো মাথা। সে খাবার খায় দুটো মুখ দিয়ে এবং নিঃশ্বাস নেয় দুটো নাক দিয়েই।' তিনি আরও জানান, 'যে এখন তিনি বেশ কিছুটা খুশি। কারণ মা এবং বাচ্চা আপাতত ভালই আছে।'
হাসপাতালের মালিক জানান, 'বাচ্চাটির দুটো মাথা ছাড়া দেহের বাকি সমস্ত অঙ্গই একটি করেই রয়েছে।
No comments:
Post a Comment