Wednesday

পিতৃত্ব কি কি পরিবর্তন আনে পুরুষের শরীরে ?


পিতৃত্ব

সন্তান জন্ম কি শুধুই মায়ের শরীরে পরিবর্তন আনে? অনেকের ধারণা কিন্তু সেটাই। কারণ বাবার শরীরে যে পরিবর্তন আসতে পারে তা অনেকেই কল্পনাও করতে পারেন না। মজার ব্যাপার হচ্ছে, সন্তানের দেখাশোনা করার জন্য মানুষের অজান্তেই তার মাঝে, বিশেষ করে মস্তিষ্কে কিছু পরিবর্তন এসে পড়ে।
মা এবং বাবা উভয়ের মাঝেই আসে কিছু হরমোনজনিত পরিবর্তন। এতে প্রভাবিত হয় তাদের মস্তিষ্ক এবং আচরণ। দেখে নিন পিতৃত্ব পুরুষের মাঝে কী কী পরিবর্তন ঘটে।
বাবার মস্তিষ্ক হয়ে ওঠে অনেকটাই মায়ের মস্তিষ্কের মতো-
এখন প্রশ্ন করতে পারেন মায়ের মস্তিষ্ক কেমন হয়? সন্তানের দেখাশোনা করার জন্য পরিবর্তিত হয় তাদের মস্তিষ্ক। এক গবেষণায় ৮৯ জোড়া নতুন পিতামাতার মস্তিষ্কের ওপরে তথ্য সংগ্রহ করা হয়। তাদের সবার মস্তিষ্কেই আবেগ এবং সামাজিকতা সংক্রান্ত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়।
বিশেষ করে যেসব বাবারা সন্তানের প্রতি বেশি যত্নবান তাদের মস্তিষ্ক এবং মায়ের মস্তিষ্ক একই রকমের কার্যকলাপ প্রদর্শন করে।
বাবার মাঝে দেখা যায় হরমোনের পরিবর্তন-
গর্ভধারণ, জন্মদান, স্তন্যদান এসব কারণে মায়ের শরীরে হরমোনজনিত পরিবর্তন আসাটা শুধু স্বাভাবিক নয়, বরং খুব দরকারি। কিন্তু পিতৃত্ব  পুরুষের শরীরে কেন হরমোনের পরিবর্তন আসবে? তিনি তো আর গর্ভধারণ করছেন না! কিন্তু দেখা যায়, শুধু মানুশে নয় বরং অন্যান্য প্রাণী প্রজাতিতেও বাবার শরীরের মাঝে আসে বেশ কিছু হরমোনের পরিবর্তন।

No comments:

Post a Comment