Wednesday

রাতে জাঙ্গিয়া পরে ঘুমালে কি কোন ক্ষতি হবে?


জাঙ্গিয়া
প্রশ্নঃ রাতে জাঙ্গিয়া পড়ে ঘুমালে কি কোন ক্ষতি হবে? আমার পুরুষাঙ্গের মুণ্ডু বাইরে বেরিয়ে থাকে বলে আমি সবসময় জাঙ্গিয়া পড়ে থাকি। আমার বয়স ২২।

উত্তরঃ জাঙ্গিয়া (ইংরেজি: Briefs) হল একপ্রকার ছোট এবং অতি আঁটসাট নিম্নাঙ্গ আবরণী অন্তর্বাস যার পায়ের কাপড়ের অংশ উরূ পর্যন্ত বড় হয় না। এটি অন্তর্বাস হলেও অনেক ক্ষেত্রে সাঁতারের পোশাক হিসেবে ব্যবহার করা হয়। জননেন্দ্রিয়ের ভিন্নতার কারণে পুরুষদের জাঙ্গিয়া এবং নারীদের জাঙ্গিয়ার সম্মুখভাগে পার্থক্য থাকে। প্রধান পার্থক্য হলো পুরুষদের জাঙ্গিয়ার ঊরূসন্ধিস্থল প্রশস্ত থাকে যাতে পুরুষাঙ্গ সহজে আবৃত থাকে। অন্যদিকে নারীদের জাঙ্গিয়ার সম্মুখভাগ ত্বকলগ্ন হয়ে থাকে।কখনো কখনো পুরুষদের জাঙ্গিয়ার ঊরূসন্ধিস্থল সম্প্রসারণশীল হয় যাতে পুরুষাঙ্গ বহির্ভাগে কিছুটা প্রক্ষিপ্ত দেখায়, এগুলোকে বলা হয় “এনহান্সার” (Enhancer)।। নিশ্চিন্তে জাঙ্গিয়া পড়ে ঘুমান। কোন অসুবিধা নেই। তবে সুতির হালকা ও নরম জাঙ্গিয়া পড়ুন। লক্ষ রাখবেন জাঙ্গিয়ার মধ্যে দিয়ে যেন হাওয়া সহজে চলাচল করতে পারে হয়।

পুরুষদের জাঙ্গিয়া
পুরুষদের অন্তর্বাসের ক্ষেত্রে(বক্সার শর্টস ছাড়া), ব্রিফ পুরুষ জননাঙ্গসমুহকে অন্যান্য অন্তর্বাস থেকে তুলনামুলকভাবে অধিক সুস্থিত অবস্থানে ধরে রাখে, যে কারণে এটি ক্রীড়াবিদ, খেলোয়াড় এবং ঢিলেঢালা অন্তর্বাসে পরিতুষ্ট নয় এমন পুরুষদের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে| অন্যদিকে, বক্সার শর্ট প্রায়শই পরিধানকারীর দৌড়ানোর সময় শরীরের যথার্থ স্থান থেকে অবস্থানচ্যুত হয়|

মহিলাদের জাঙ্গিয়া
মেয়েদের ব্যাবহারের এ জাতীয় বস্তুকে সাধারণত প্যান্টি বলে।


No comments:

Post a Comment