Wednesday

পুরুষের বন্ধ্যাত্ব কমায় টমেটো


পুরুষের বন্ধ্যাত্ব

বর্তমান সময়ে নারীর থেকে পূরূষরাই বেশী বন্ধা্ত্ব রোগে ভোগে। ডাক্তাররা অনেক ক্ষেত্রে পুরুষকে দায়ী করেন। এই বন্ধাত্ব কমিয়ে দেবে সাধারন সব্জি ফল টমেটো।টমেটোর লাইপকিন স্পার্ম কাউন্ট বাড়িয়ে দেয়।টমেটো খারাপ স্পার্ম কমিয়ে দেয়।
যুক্তরাজ্যের গবেষোকরা সেটাই দাবী করছে।


লাইপোকিন পূরুষের স্পার্ম কাঊন্টকে বাড়িয়ে দেয়।এই লাইপোকিনের কারনেই টমেটোর রং লাল হয়।লাইপোকিন পূরুষের স্পার্ম কাউন্টকে ৭০ ভাগ বাড়িয়ে দেয়। বন্ধাত্বের শিকার পূরুষের সাহয্যকারী সংস্থা জানিয়েছে এই আবিস্কার যারা বাবা হতে পারেনি তাদের অনেক উপকারে আসবে। তাদের উপর লাইপোকিন প্রয়োগে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে।
বেশিরভাগ ক্ষেত্রে সন্তান জন্মদানের জন্য নরীদের দায়ী করা হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটি  নির্ভর করে পূরুষের স্পার্মের ক্ষমতার উপর।
এই লাইপোকিন পূরুষের স্পার্মের ক্ষমতাকে বাড়িয়ে দেয় দাবী করেছে ওহিয়ো ক্লীবল্যান্ড হাসপাতালের চিকিৎসকরা।
আরও নতুন কিছু জনার জন্যই আপনার ডক্টর এর সাথেই থাকুন। ভাল থাকবেন সবাই।
আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ

No comments:

Post a Comment