Monday

যৌন চাহিদা কম হলে মহিলাদের আবেগ প্রভাবিত হয়


যৌন চাহিদা কম হলে মহিলাদের আবেগ প্রভাবিত হয়

আপনার ডক্টর bangla health tips আপনাদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।যা একমাত্র আপনাদের জন্য সম্ভব হয়েছে। তাই নিয়মিত আর্টিকেল বিভিন্ন বিভাগে আপডেট দিয়ে থাকে।প্রতিদিনের  ন্রায় আজ ও একটি বিষয়ের উপর আলোচনা করা হবে এবং বিষয়টি যৌন চাহিদা কম হলে মহিলাদের আবেগ প্রভাবিত হয় তার উপর ভিত্তি করে।চরুন মূল অালোচনায় যাই।

জীবনে নানা সমস্যা তৈরি হয় ,যে সব মহিলাদের মধ্যে ( sex ) যৌন মিলনে অনীহা থাকে৷ সম্প্রতি একটি গবেষণাতে এই তথ্য প্রমানিত হয়েছে৷ যে সব মহিলাদের কম পরিমাণে যৌন চাহিদা থাকে তারা মানসিক সমস্যায় ভুগতে পারেন৷ আবার কখনও ব্যক্তিগত ক্ষেত্রে তারা অহেতুক আবেগ প্রকাশ করে ফেলতে পারেন৷
সম্প্রতি স্টাডি অফ উইম্যানস সেক্সুয়াল হেলথের তত্ত্বাবধানে ইউরোপে এই বিষয়টি নিয়ে গবেষণা করা হয়েছিল৷ এতে 5,098 জন মহিলাকে নিয়ে গবেষণা করা হয়েছিল৷ এদের প্রত্যেকেরই যৌন চাহিদা একেবারেই কম রয়েছে৷
বেশীরভাগই যৌন চাহিদা কম থাকায় যৌন মিলনের ক্ষেত্রে সন্তুষ্টি লাভ করেন নি৷ ফলবশত মানসিক সমস্যায় ভুগছেন৷ তাদের বেশীরভাগেরই আচরণ এবং ব্যবহারের মধ্যে এর প্রভাব পড়েছে৷
আপনার ডক্টর সাইটটির একমাত্র উদ্দেশ্য আপনাদের সু্স্থ্য ও সুন্দর জীবনের।আপনাদের জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ


No comments:

Post a Comment