Wednesday

মেয়েটার আগে একজনের সাথে রিলেশন ছিল এবং ফিজিক্যাল রিলেশনও…


রিলেশন

প্রশ্নঃ মেয়েটার আগে একজনের সাথে রিলেশন ছিল এবং ফিজিক্যাল রিলেশনও হয় তাদের। ব্যাপারটা আমি জানতাম।

আমি খুব বড় বিপদে পড়েছি। আমার আইডিটা সম্পূর্ণ হাইড রখবেন। একটা মেয়ের সাথে পাঁচ বছরের সম্পর্ক আমার। সম্পর্কে যেমন চড়াই ঊৎরাই থাকে আমাদেরও তেমন ছিল। মেয়েটার আগে একজনের সাথে রিলেশন ছিল এবং ফিজিক্যাল রিলেশনও হয় তাদের। ব্যাপারটা আমি জানতাম। ছেলেটা খুব খারাপ ছিল। মেয়েটার কাছ থেকে প্রায়ই টাকা চাইত। ছেলেটি না খেয়ে আছে এমন বলে বলে মাসে প্রচুর টাকা নিত। মেয়েটা আর সহ্য করতে পারছিল না। কিন্তু হয়ত ভালবাসা প্রথম ছিল বলে ভুলতে পারত না।তাই ওর চাহিদা পূরন করত। আমি সব মেনে নিয়েই রিলেশন কন্টিনিউ করি। কারন আমিও মেয়েটাকে প্রচন্ড ভাবে ভালবাসি।

কিন্তু পাঁচ বছর শেষে জানতে পারি মেয়েটা গোপনে আরেক জনের সাথে রিলেশন চালাচ্ছে। সেই ছেলের সাথেও ফিজিক্যাল রিলেশন হয়েছে।এটা জানতে পেরে আমি সম্পর্কটা ভেংগে দেই। আমার কাছে মেয়েটার ফেসবুক পাসওয়ার্ড থাকার কারনে দেখতে পাই ওর নতুন বয়ফ্রেন্ড ওদের সেক্স করার টাইমে তোলা ফটো দিয়ে বার বার সেক্স করার জন্য ব্লাকমেইল করছে। ছবিতে ছেলেটার ফেস দেখা যায় না। এই মুহুর্তে আমার কি করা উচিত?
উত্তরঃ অবশ্যই তার কাছ থেকে দূরে থাকতে হবে তোমার, ভালোবাসা কিন্তু শরীর দিয়ে হয় না ভালোবাসা হয় মন থেকে, তবে মেয়েটি যদি তোমাকে ভালোবাসতো তাহলে এই ব্যাপারটা তোমার সাথে শেয়ার করতো, কিন্তু সে তা না করে ই গোপনে ফিজিক্যাল রিলেশনে শারীরিক খুদা মেটাচ্ছে আর তোমাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে, তুমি যেহেতু এই ব্যাপারটা জানলে, সেহেতু তার থেকে 100 হাত দুরে থাকাটাই উত্তম, তুমি তাকে ভালোবাসো কিন্তু সে তোমার ভালোবাসার যোগ্য না।

No comments:

Post a Comment