Tuesday

নারায়ণগঞ্জের ফতুল্লায় নগ্ন নারীর সঙ্গে শিক্ষকের অশ্লীল ভিডিও: অতঃপর




নারায়ণগঞ্জের ফতুল্লায় এক স্কুল শিক্ষককে আটকে রেখে নগ্ন মহিলাকে দিয়ে মোবাইলে ভিডিও তুলে রাখার অভিযোগ। পরে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই শিক্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা চাওয়ার অভিযোগ।

গত সোমবার রাতে ঘটনাটি ঘটে ফতুল্লার ইসদাইর এলাকায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ।

জানা গেছে, সিরাজুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি ফতুল্লার পশ্চিম দেওভোগ পূর্ব নগর এলাকায় বসবাস করেন। সোমবার রাতে বাড়ি ফেরার পথে ইসদাইর রেলস্টেশন এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক এসে কথা বলার জন্য একটি বাড়িতে সিরাজুল ইসলামকে ডেকে নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটক করে সিরাজুল ইসলাম ও এক মহিলাকে নগ্ন করে মোবাইলে ভিডিও তোলে বলে অভিযোগ।

এরপর সিরাজুল ইসলামের কাছে তারা ৫০ হাজার টাকা দাবি করে। দাবি মতো টাকা না দিলে তার অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। পরে মোবাইল ও সঙ্গে থাকা ৫০০ টাকা রেখে দাবিকৃত টাকা এনে দেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর সিরাজুল থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে ওই পাঁচজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়।

No comments:

Post a Comment