বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন নারীর সঙ্গে সাকিব আল হাসানের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি নিয়ে চলছে আলোচনার ঝড়।
তবে এই বিষয় নিয়ে সাকিব আল হাসান মন্তব্য করেননি। কিন্তু ছবিতে সাকিবের সঙ্গে থাকা নারীর হিসেবে নিজেকে দাবী করলেন মডেল তানজিয়া জামান মিথিলা।
পোস্টে মিথিলা লেখেন, ‘হ্যাঁ, এটা আমি। তবে বিষয়টি হলো, এটা কিশোরপ্রেম এবং এটি নিয়ে আমি অনুতপ্ত নই…।’
সাকিবের সাথে তানজিয়া জামান মিথিলা
সাকিবের সাথে তানজিয়া জামান মিথিলা
তবে মিথিলার এই বক্তব্যকে কেন্দ্র করে যেনো কোনো ইস্যু তৈরি করা না হয় সেই ব্যাপারটাও মিথিলা তার স্ট্যাটাসে উল্লেখ করেন।
অন্যদিকে সাকিব ভক্তরা মিথিলার বক্তব্য মানতে নারাজ। অনেকে এখনও ছবিটিকে মিথিলার জনপ্রিয় হওয়ার কৌশল হিসেবে দেখছেন। আবার অনেকেই জানতে চাইছেন এ বিষয়ে সাকিবের বক্তব্য।
উল্লেখ্য,তানজিয়া জামান মডেল। সবার কাছে তিনি পরিচিত মিথিলা নামে। কাজ করছেন বিজ্ঞাপনচিত্রে। বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের পণ্যের মডেল হয়েছেন। পাশাপাশি বিভিন্ন ফ্যাশন শোর র্যাম্পেও অংশ নিচ্ছেন। এ পর্যন্ত র্যাম্পে হেঁটেছেন ৮০ বার। র্যাম্প থেকে মিথিলা এসেছেন টিভির পর্দায় অভিনয় করছেন তিনি।
No comments:
Post a Comment