খেলার মাঠেই নামাজের দৃশ্য। দলের সবাইকে নামাজের অভ্যাস করাচ্ছেন এক টাইগার ক্রিকেটার। মাঠের মধ্যে সব সময়ই নামাজ আদায় করেন আরব আমিরাত ও আফগানিস্তানের ক্রিকেটাররা।নামাজের সময় হলে আম্পায়ারের কাছ থেকে সময় চেয়ে নিয়ে নামাজ আদায় করেন তারা। পাকিস্তানের অনেক ক্রিকেটাররা নামাজ পড়েন সঠিক সময়ে। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এগিয়ে ধার্মিকতায়।
নামাজের প্রতি টাইগারদের অতটা মনোযোগী হওয়ার চিত্র দেখা যায় না। তবে জুমার নামাজে যেতে দেখা যায় প্রায় সবাইকেই।
এবার দেখা গেল বাংলাদেশ ক্রিকেট টিমের সবাই একসাথে নামাজ পড়ছেন। একজন টাইগার ক্রিকেটার ইমামতি করছেন। আর ইনি হলেন সোহরাওয়ার্দী শুভ। শুভ এক সময়ে জাতীয় দলে খেলতেন অল রাউন্ডার হিসাবে।
অনুশীলনের জার্সি গায়েই নামাজ আদায় করছেন তারা। খানিকটা আগের এই দৃশ্য। জানা যায় দলের সবাইকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করেন তিনি। অন্যেকে নামাজের আহবান জানানো তার একটি অভ্যাস।
No comments:
Post a Comment