Saturday

ফেনীর শারমিনের ৪ বাচ্চা সুস্থ আছে




ফেনীর ছাগলনাইয়া উপজেলার শারমিনের চার শিশু সুস্থ আছে।

আজ শুক্রবার সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেম জানান, বাচ্চা চারটিই সুস্থ আছে। কোনো ধরনের জটিলতা দেখা দেয়নি। ৩৬ সপ্তাহের বাচ্চা হলেও এদের জন্য আইসিইউ সাপোর্টও লাগেনি। বাচ্চার মা শারমিনও সুস্থ আছেন।

গত বুধবার রাতে এ চার শিশুর জন্ম হয় অস্ত্রোপচারের মাধ্যমে।

নবজাতকদের নানী শাহনাজ বেগম বলেন, তিন বছর পর সন্তান হওয়ায় আমরা অনেক খুশি। তবে তার মেয়ে শারমিনের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না, এটা নিয়ে তারা একটু দুশ্চিন্তায় আছেন।

তিনি জানান, শারমিনের স্বামী মাত্র ১৫ হাজার টাকা বেতনে দুবাইর একটা কোম্পানিতে চাকরি করেন। সংসারে শারমিনের রয়েছে তিন দেবর, ননদ, শ্বশুর-শাশুরি নিয়ে আট সদস্য। দরিদ্র এই পরিবারে এখন একসাথে যুক্ত হলো আরো চার শিশু। সন্তানদের ভরন পোষণ ও ভবিষ্যতের কথা চিন্তা করে সব মহলের কাছে তারা দোয়া ও আর্থিক সাহায্য কামনা করছেন।
সবাই সহযোগিতা করলে দরিদ্র এই পরিবারটি বেঁচে যাবে। সহযোগিতা করতে চাইলে শারমিনের মামা মো: সফিউল ইসলাম ভুইয়া, একাউন্ট নম্বর ১৫৬২১০১০০০০৭৫৩, প্রাইম ব্যাংক লিমিটেড, ফেনী-এই ঠিকানায় টাকা পাঠানো যাবে।

শাহনাজ বেগমের সাথে ০১৮৪৩৭১৫৩৯৪ নম্বরে কথা বলা যাবে। বিকাশ করতে চাইলে ০১৮১৮ ১৯৭৭৭৬ (পারসোনাল)।

No comments:

Post a Comment