Monday

যে ১০টি স্থানে সেক্স করা বিপদজনক


সেক্স

যে ১০টি স্থানে সেক্স করা বিপদজনক

স্বামী স্ত্রীর পবিত্র মিলন সবসময় সুখকর হয়, তবে এমন অনেক স্থান আছে যেখানে সেক্স করলে তা ক্ষতি হতে পারে। পোস্টটি অনেকেই খারাপ মনে করতে পারেন, তবে সুদৃষ্টি বিচারে দেখলে  বিশেষ কিছু শিক্ষা অর্জন অবশ্যই করবেন।আপনার ডক্টর অনলাইন বাংরা স্বাস্থ্য টিপস পোর্টাল আজ এমন একটি আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোথায় কোথায় সেক্সে ঝুঁকি আছে।চলুন আর্টিকেলটির বিস্তারিত জানি।
প্রতি বছর একজন প্রাপ্ত বয়স্ক মানুষ গড়ে ১০০-১১৫ বার যৌন মিলন (sex) করে এবং সারাবিশ্বে প্রতি দিন ২৪০ মিলিয়ন মানুষ যৌন মিলন (sex) করে। একজন লোকের তার লাইফে গড়ে ৫১০০ বার সেক্স করে। এর মধ্যে ৩৩% লোকই সেক্সের সময় ইঞ্জুরড হয়। নিম্নে সেক্স ইঞ্জুরির মধ্যে কমন ১০টি ইঞ্জুরি তুলে ধরা হলোঃ
১. সোফা: বিশেষ করে সিল্ক কাপড়ের সোফাগুলো সেক্সের জন্য খুবই বিপদজ্জনক।
২. সিড়ি: অতিরিক্ত উত্তেজনায় অনেকে সিড়িতেই যৌন মিলন (sex)  শুরু করে দেন। যেকোন সময় পা পিছলে দূর্ঘটনা ঘটতে পারে।
৩. গাড়ী: কখনই গাড়িতে বসে সেক্স করবেন না। যদি একান্তই করতে হয় তাহলে পিছনের সিটে করুন। পিছনের সিট কিছুটা নিরাপদ।


৪. শাওয়ার: অনেক বাড়ীতে শাওয়ারের দেয়াল কাচের দেয়াল থাকে। সেখানে যৌন মিলন করলে সেক্সের সময় কাচ ভেঙ্গে যেতে পারে।
৫. বিছানার সাইড: অনেকে সেক্সের সময় বিছানায় সাইডে চলে আসে। এতে যেকোন সময় বিছানা থেকে পরে যেতে পারেন। তাই সবসময় বিছানার মধ্যে sex করুন।
৬. চেয়ার: অনেকে চেয়ারে বসে সেক্স করতে পছন্দ করে। এটা ভাঙ্গার সম্ভবনা থাকে।
৭. রান্নাঘরের টেবিল: অনেকেই টেবিলে যৌন মিলন (sex) করতে পছন্দ করেন। কিন্তু এতে টেবিল ভাঙ্গার সম্ভাবনা থাকে।
৮. গার্ডে: গার্ডেনে সেক্স করবেন না কারণ এর ফলে আপনাদের যৌনকর্ম অন্যের নজরে চলে আসতে পারে।
৯. টয়লেটের কমোড: অনেকে এটাতে বসে সেক্স করে। আপ-ডাউনে যেকোন সময় আপনার এ্যাস কমোডের ভিতরে ঢুকে যেতে পারে।
১০. আলমারী: অনেকে আলমারীতে হেলান দিয়ে  যৌন মিলন (sex) করে। এটা যেকোন সময় হেলে পরে যেতে পারে।
আপনার ডক্টর হেল্থ সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না। মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন, আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব। ধণ্যবাদ আপনার ডক্টর হেল্থ সাইটের সাথে থাকার জন্য।

No comments:

Post a Comment