প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আজকের প্রশ্ন:শক্ত লিঙ্গের পজিশন কি? লিঙ্গ ডানে বা বামে বেঁকে থাকা কি কোন রোগ বিস্তারিত জানাবেন প্লিজ।
শক্ত লিঙ্গের পজিশন জেনে নিন
আপনার ডক্টরের উত্তরঃ শক্ত হলে লিঙ্গ কখনো ঊর্ধ্বমুখী হয়, কখনো আনুভূমিক (Horizontal) হয়। কখনো নিম্নমুখী হয়। কখনো ডানে বা বামে বেঁকে যায়। এসবই স্বাভাবিক অবস্থায়।
লিঙ্গের বিভন্নি পজিশন
কোনো রোগ নয় এবং এতে সঙ্গমে কোনো সমস্যা হয় না। লিঙ্গের অবস্থান ও আকার অনুযায়ী সঙ্গমের পজিশন ঠিক করে নিতে হয়। যদি কারও লিঙ্গ শক্ত হলে উঁচু হয়ে দাঁড়িয়ে পড়ে তার মুখের দিকে। অনেক চেষ্টা করলেও নামে না। এই রকম অবস্থায় লিঙ্গ নিয়ে বেশী নাড়া চাড়া না করাই ভালো। কারন এটি কোন বড় সমস্যা নয়। যৌন মিলনেও কোন সমস্যা হবে না এসব ক্ষেত্রে।
লিঙ্গের যেকোন সমস্যা বা লিঙ্গ জনিত কোন প্রশ্ন থাকলে আমাদের অফিশিয়াল ফেসবুকে ফ্যানপেজ https://www.facebook.com/apoardoctor/ তে ম্যাসেজ করতে পরেন।আপনার ডক্টরের লিঙ্গ বিষয়ক আরো কিছু পোষ্ট দেখে েআসতে পারেন এখান থেকে।
অন্যরা যা খুঁজছেনঃ sex লিঙ্গ, যৌনসহবাস gender লিঙ্গ, চিহ্ন, ক্লীব penis লিঙ্গ, শিশ্ন, পুংজননেন্দ্রি়, ধ্বজ, জননেন্দ্রি় phallus পুংজননেন্দ্রি়, লিঙ্গ lingam লিঙ্গ dick শিশ্ন, লিঙ্গ, ডিক্, পুংজননেন্দ্রি় prick ফুটা, বিদ্ধ করা, ছিদ্র করা, বিঁধ, মানুষ, লিঙ্গ cock কুক্কুট, লিঙ্গ, কুক্কুটশাবক, বায়ুনির্দেশক, ঘাসের স্তূপ, জননেন্দ্রি় dong পুংজননেন্দ্রি়, লিঙ্গ dicky লিঙ্গ, গাধা, পুংজননেন্দ্রি় Gender লিঙ্গ, শব্দের পুং-স্ত্রী-ক্লীবভেদ, কোন ব্যক্তির পুংত্ত্ব বা স্ত্রী-ত্ব
No comments:
Post a Comment