সেক্স ছাড়া আর কী নিয়ে ভাবে পুরুষরা জেনেনিন
মানুষের অনেক কিছু ভাববার থাকে। একজন সুস্থ মানুষ তিনটে জিনিস অগ্রাহ্য করতে পারে না। ১) খিদে, ২) ঘুম, আর ৩) সেক্স। এটা তো কম বেশি অনেকেরই জানা। গবেষণাই বলে পুরুষদের দিনের বেশ খানিকটা সময়ই কাটে সেক্সের কথা চিন্তা করে। কিন্তু এই বিষয়েই রয়েছে মজার একটা কথা। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকা করলে প্রথম দিকে রাখতে হয় ‘হ্যারি পটার’, ‘হবিট’, ‘শার্লক হোমস’, ‘টিনটিন’, ‘দ্য লর্ড অফ দি রিংস’-এর মত বইগুলিকে। কিন্তু এমন একটা বহুল বিক্রিত বই আছে যার নামটা শুনলে চমকে য়াবেন।
বইটার নাম “What Every Man Thinks About Apart From Sex”। বাংলা করলে দাঁড়ায়, পুরুষরা সেক্স ছাড়া আর কী নিয়ে ভাবে! বইটার লেখক শিরিদান সিমুভ নামের এক অধ্যাপক। ২০০ পাতার এই বইয়ের প্রচ্ছদটা খুবই সাদামাটা। বইটা নিয়ে সবার মনেই উত্সাহ। সেই ২০০ পাতার বইতে কী লেখা আছে জানেন? না, ২০০ পাতার বইয়ের পুরোটাই সাদা, কিচ্ছু লেখা নেই। মানে self-help pseudo-psychology এই বইতে বলা হয়েছে আসলে পুরুষরা সেক্স ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাবে না। তাই কিছু লেখা হয়নি। আপনি একমত?
No comments:
Post a Comment