সেক্স বিষেয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃআমি আপনাদের কাছ থেকে জানতে চাই কি কি ফল খেলে ছেলেদের সেক্স বাড়ে।
সেক্সের প্রবণতা বৃদ্ধি করে যেসব খাবার
আপনার ডক্টরের উত্তরঃ হ্যাঁ, এমন কিছু ফল আছে যা খেলে সেক্সের শক্তি দারুণ ভাবে বৃদ্ধি পায়। তেমনই কিছু ফলের নাম আপনাদের কাছে শেয়ার করব। আসলে সব রঙ্গিন ফলই যৌন স্বাস্থ্যের জন্য উপকারী। তাঁর মধ্যে বেশ ফলদায়ক উপকারী ফল হচ্ছে আঙ্গুর ও আনারস। এ দুইটি ফলই যৌন স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ।
তাঁর মধ্যে আরো আছে সেগুলোর নাম ছবি নীচে প্রকাশ করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আপনি ভালো যৌন স্বাস্থ্যের জন্য যে ফলটি খেতে চাচ্ছে, সেগুলো উপকারের বদলে বরং আরো আপনার ক্ষতি বয়ে আনবে। কারণ আমাদের দেশটা এখন বেজালে সয়লাভ হয়ে গেছে। আপনি একটি খাবার কিনবেন অথচ সে খাবারে ভেজাল ও ক্ষতিকারণ পদার্থ এবং ফরমালিন থাকবে না একথা চিন্তা করা রূপকথার গল্প ব্যতীত কিছু নয়। অন্যদেশের লোকেরা বাঁচার জন্য খাবার খায়, আর আমরাই এমন এক জাতি যারা বাঁচার জন্য প্রতিদিনই বিষ খায়।
০১ কালো রাস্পবেরি
০২. ব্রোকলি
০৩. লবঙ্গ
০৬. জাফরান
No comments:
Post a Comment