বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের একটি আপত্তিকর ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। কোয়েলের ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটা বি গ্রেড সিনেমা করতে হয়েছে। আর কোয়েলের করা সেই কয়েকটি বি-গ্রেড সিনেমার মধ্যে বেশ কয়েকটি সিনেমা আলোচনায় আসে। সাম্প্রতিক ভিডিওটি নিয়ে আবারো রঞ্জিত মল্লিকের মেয়ে হওয়ায় কলকাতায় সমালোচনার ঝড় আরো তুঙ্গে উঠে যায়। এর আগেও দেব এর সাথে কোয়েলে একটি ব্লাউজবিহীন শাড়ির দৃশ্যের ভিডিওইউটিউবে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে কোয়েলের পরিবার বেশ বেকায়দায় পড়েছেন। বিষয়টি কোয়েলের শুশুর বাড়ি পর্যন্তও পৌঁছেছে। এতে আগুনের উত্তাপ কেবল ভারীই হচ্ছে।তবে দেখুন সেই আলোচিত ভিডিও।
ভিডিও দেখতে………)
No comments:
Post a Comment