বলিউডের এ মুহূর্তের সেরা সেক্স স্ক্যান্ডেল জেরিন খানকেই বলা চলে। সালমানের মাধ্যমে বলিউড অভিষেক হলেও ‘হেট স্টরি-৩’ করে কাঁপিয়ে দিয়েছিলেন জেরিন দর্শকদের। এবং আবারো রোমাঞ্চকর ভাবে নিজেকে উপস্থাপন করেছেন এই নায়িকা টি-সিরিজের এক ভিডিও গান করে।
একেবারেই খোলামেলা পোশাকে ভক্তদের অনুরাগী করলেন জেরিন। বলিউডের কিউট বয় আলি ফজলের সাথে কিশোর কুমারের জনপ্রিয় গান ‘পেয়ার মাঙ্গা হ্যায়’ এর রিমেক ভিডিও গানে দেখা গেছে তাদের দুজনের লোভনীয় রসায়ন। নতুন গানটি গেয়েছেন আরমান মালিক ও নীতি মোহন। গত ৩ আগস্ট গানটি মুক্তি পায় ইউটিউব সহ্য সর্বত্র।
এর আগে ‘হেট স্টরি-৩’ তে শারমান জোশির সাথে একটি গানে এতো খোলামেলা পোশাকে হাজির হয়েছিলেন জেরিন। আবার বিপাশার সদ্য বিবাহিতও স্বামী করণ সিং গ্রুভারের সঙ্গেও বেশ আবেদন ময়ী কাজ করেছিলেন তিনি। এরপর পরই আরেকটি গানে তাকে এভাবে দেখতে পেয়ে বিমোহিত দর্শক।
No comments:
Post a Comment