Sunday

শনি ও সোমবার সেক্স করলে কি ক্ষতি হয়?


প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আজকের প্রশ্ন:আমাকে একজন বললো দাঁড়িয়ে সেক্স করা ঠিক না, তাঁর পর কাৎ হয়ে শুয়ে সেক্স করা ঠিক না, শনি ও সোমবারে সেক্স করলে নাকি অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই কথা গুলোর কি কোনো ভিত্তি আছে নাকি নাই? দয়া করে জানাবেন।
সেক্স

শনি ও সোমবার সেক্স করলে কি ক্ষতি হয়?

আপনার ডক্টরের শনি ও সোমবার সেক্স করলে কি ক্ষতি হয় সেই বিষয়ে উত্তরঃ
উত্তরঃ ইসলামে ও বিজ্ঞানে এই সব গাঁজা খুরি তথ্যের কোন ভিত্তি নেই। ইসলামে সপ্তাহের ৭ টি দিনই শুভদিন। এই দিন শুভ, অমুক দিন অশুভ, এরকম দ্বিমুখী কথা ইসলাম বলে না। সপ্তাহের ৭টি দিন মহান আল্লাহই সৃষ্টি করেছেন। ইসলামে সোমবার যদি অশুভ হতো, তাহলে এই দিনে মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) দুনিয়াতে আগমন করতেন না। অর্থাৎ, ইসলামে কোন দিনই অশুভ নয়। তাই, অন্ধতা পরিহার করুণ। ইসলামের সঠিক জ্ঞান অর্জন করুণ। একদল মূর্খরা কি বললো তা বিশ্বাস না করে বরং কোন কিছু জানার প্রয়োজন হলে ভালো একজন আলেমের সাহায্য নিন। আমাদের সমাজের অনেক মূর্খ আছে, যারা হিন্দুদের মতো বলে এই দিনে এটা করতে নেই, ওটা করে নেই। করলে অনেক ক্ষতি হয়। কিন্তু কি ক্ষতি হয় সেটা বলে না। দাঁড়িয়ে সেক্স করার সম্পর্কে জানতে আমাদের আগের দেওয়া উত্তর টি পড়ুন।
আপনার সেক্স জনিত যেকোন প্রশ্ন ও স্বাস্থ্য তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।


No comments:

Post a Comment