
প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে আজকের প্রশ্নঃ আমি অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্র। বয়স ২০ বছর। বাবা মায়ের একমাত্র ছেলে। খুব ছোট বয়স থেকেই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকাকে আমার খুব ভালো লাগত। বলাবাহুল্য যে, তিনি অনেক কিছুতেই গুণী ছিলেন। আমি যতই বড় হতে থাকি, ততই তাঁর প্রতি আমার ভালো লাগা বাড়তে থাকে। আর আমিও তাঁর প্রিয় ছাত্র ছিলাম। বছর দুয়েক আগে তাঁর প্রতি আমার ভালো লাগা ও ভালোবাসার কথা তাঁকে জানিয়ে দিই। তিনি হাসির ছলে বিষয়টিকে উড়িয়ে দেন। পরবর্তীতে আমার মানসিক অবস্থার কথা চিন্তা করে আমার সঙ্গে তিনি স্নেহের দৃষ্টিতে কথা বলতে লাগলেন।
আমাকে জানতে জানতে এক পর্যায়ে তিনিও আমাকে ভালোবেসে ফেলেছেন। বলে রাখছি, সঙ্গত কারণে তিনি দ্বিতীয় স্বামীর সংসার করছেন। তিনি এই সংসার জীবনেও সুখী নন। তাই আমি উনাকে বিয়ে করার প্রস্তাব দিই। অবশ্য, তিনি বিয়ের বিষয়ে অসম্মতি জানালেও আমাকে সীমাহীন ভালোবাসেন। সত্যি বলতে, দুজনই দুজনার মনের মতো। তবে তিনি আমাকে বিয়ে করার ব্যাপারে ভীত। তিনি ভীত হন- আমাদের দুজনার দুটি পরিবারে বিষয়টি মেনে না নেওয়া এবং সামাজিক কঠিন ও অপমানজনক পরিস্থিতির কথা ভেবে। আবার এটাও বলেছে যে- সময় ও বয়সের ঘূর্ণিপাকে আমি নাকি ভবিষ্যতে তাঁকে এখনকার মতো ভালোবাসব না। কিন্তু, আমি আমাকে বিশ্বাস করি এবং নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমি সারাজীবন তাঁকে অনেক ভালোবাসব, সুখে রাখার চেষ্টা করব। কারণ তিনি উত্তম আদর্শের একজন লেখিকাও বটে। আমি তাঁর অনুকরণে সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করছি। আর যার আদর্শকে অনুকরণ করে বড় হচ্ছি, তাঁকে কোনোদিন অসম্মান করতে পারব না। তবুও তিনি ভয় পান এই জন্য যে, আমি তাঁর দশ বছরের ছোট। কিন্তু দুজনের মনটা এক সমান।
প্রশ্নঃ আমি যখন আমার গার্ল ফ্রেন্ড এর সাথে কথা বলি আমার পুরুষাঙ্গ দিয়ে একপ্রকার পানি বের হয় এটা কি কোন সমস্যা ?
তিনি একজন সরকারি চাকুরে বলে তাঁর মহলে নানাবিধভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার আশংকা আছে। আমি উনাকে প্রস্তাব দিয়েছি, যেহেতু এখন আমি পড়াশোনায় আছি, সেহেতু এখন সবার অজান্তে দুজনে বিয়ে করব। পড়াশোনা শেষ করে সবাইকে জানাব। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। কীভাবে একে অপরকে পেতে পারি সে সম্পর্কে পরামর্শ পেলে অনেক উপকৃত হব। আমি কি তাঁকে সারাজীবন প্রেমিকা করে রাখব? নাকি স্ত্রী করে রাখব?
No comments:
Post a Comment