Friday

শারীরিক সম্পর্কের আগে পিল খেতে হয়, নাকি পরে?


পিল

প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃ আমি একজন মেয়ে। আমার প্রশ্ন হচ্ছে পিল কখন, কীভাবে খেতে হয়? পিলের পাতায় সাধারণত ২টা রং এর পিল থাকে, কোনটার ব্যবহার কখন? শারীরিক সম্পর্কের আগে কি পিল খেতে হয়, নাকি পরে? ধরুন, পিরিয়ডের দু-এক দিন পর শারীরিক সম্পর্ক করলাম তখন কীভাবে খাবো বা এক পিরিয়ড থেকে পরবর্তী পিরিয়ডের মাঝামাঝি সময় শারীরিক সম্পর্ক করলাম তখন কীভাবে পিল খাবো? প্রতিবার শারীরিক সম্পর্কের জন্য কতদিন খেতে হবে, দিনে রাতে কোন রংয়েরটা কয়টা খেতে হবে? প্রশ্নগুলোর বাইরেও পুরোপুরি বিস্তারিত জানতে চাই| ধন্যবাদ

পিল খাওয়া একটি দীর্ঘমেয়াদী ব্যাপার। আপনি কখনই একটি বা দুটি পিল খেয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার যদি মাসিক নিয়মিত থাকে, হরমোনে কোন সমস্যা না থাকে, কোন হৃদরোগ না থাকে, উচ্চরক্তচাপ, মাইগ্রেইনের সমস্যা, ডায়াবেটিস, জরায়ু, যোনীপথে অস্বাভাবিক ক্ষরণ ইত্যাদি না থাকে তাহলে আপনি পিল খাওয়া শুরু করতে পারেন।
পিল খাওয়ার নিয়ম হল ( আপনার যদি মাসিক নিয়মিত থাকে) : মাসিক যেদিন শুরু হবে, সেদিন থেকে সাদা/ হলুদ বড়ি গুলো খাবেন। এভাবে প্রতিদিন রাতে একটি করে বড়ি খাবেন। ২১ টি সাদা বড়ি শেষ হলে পরে ৭টি লাল বড়ি শুরু খাওয়া শুরু করবেন, এই সময় আপনার মাসিক হবে। এরপর পাতা শেষ হলে আবার নতুন করে সাদা বড়ির পাতা শুরু করবেন। যদি একদিন পিল খেতে ভুলে যান, তাহলে পরদিন যখন মনে পড়বে তখনই পিলটি খেয়ে নিবেন। আর পর পর দুইদিন পিল খেতে ভুলে গেলে ওই মাসে পিল খাওয়া চালিয়ে যাবেন এবং সাথে আপনার স্বামী বাকি মাসটুকু কনডম ব্যবহার করবেন। পরবর্তী মাস থেকে আগের নিয়মে পিল খাওয়া শুরু করবেন। আর বাচ্চা নিতে চাইলে পিল খাওয়া বন্ধ করার ৩-৪ মাসের মধ্যে আপনি গর্ভধারণ করতে পারবেন ( যদি আর কোন সমস্যা না থাকে)। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
ডাঃ নিবিড়
ইন্টার্ন চিকিৎসক
ময়মনসিংহ মেডিকেল কলেজ।

No comments:

Post a Comment