Friday

DNA টেস্টের মাধ্যমে কি পিতৃ পরিচয় সনাক্ত করা সম্ভব?


DNA টেস্ট

প্রশ্নঃ কোনো অবিবাহিত মেয়ের সন্তান হলে শিশুটির বাবা যদি না মানে অর্থাৎ অস্বীকার করে তার সত্যতা DNA টেস্ট করে কি প্রমাণ করা সম্ভব?
উত্তরঃ DNA আমাদের শরীরে থাকে। আসলে আমাদের দেহ DNA দ্বারাই তৈরি। প্রানের ক্ষুদ্র এককের নামই হল DNA. আর প্রত্যেকের DNA আলাদা। আমাদের চুল, নখ থেকে শুরু করে সব জায়গাতেই DNA আছে।

DNA টেস্ট করার চিত্র

তাই আমি যদি কোন কিছু করে থাকি কোন মেয়ের সাথে তাহলে আমার শরীরের অংশ পাওয়া যাবে, তার সাথে আমার DNA মিলিয়ে দেখা হবে, যদি মিলে যায় তাহলে আমি দোষী। এই DNA মিলিয়ে দেখাটাই হল DNA টেস্ট। অথ্রাৎ DNA টেস্টের মাধ্যমে পিতৃ পরিচয় সনাক্ত করা সম্ভব?


No comments:

Post a Comment