Wednesday

সেদিন নিজের ইচ্ছার বিরুদ্ধে শুধু তার খুশির জন্য আমি…


আমি

প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে আজকের প্রশ্নঃ সেদিন নিজের ইচ্ছার বিরুদ্ধে শুধু তার খুশির জন্য নিজেকে তার কাছে সপে দিতে বাধ্য হই আমি।



আমি চট্টগ্রামে থাকি, class 10 তে পড়ি | চলতি বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময় ঢাকার একটা ছেলের সাথে fb তে friendship হয়| পরিচিত হবার পর থেকেই বেশ ভাল বন্ধুত্ব তৈরি হয় আমাদের মাঝে | খুব কম সময়ের মাঝেই আমারা অনেক close হয়ে যাই | এভাবেই আমরা একে অপর কে আমাদের পারিবারিক, প্রাতিষ্ঠানিক এমনকি ব্যাক্তিগত ও গোপনীয় বিষয়গুলোও শেয়ার করতে শুরু করি | তার কাছ থেকে জানতে পারলাম, সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, একটা কোম্পানিতে কম্পিউটার অপরেটর হিসেবে Job করছে | এছাড়া Online-এ কাপড়ের ব্যাবসা করে | আর সবচেয়ে আশ্চর্য ও চমকে দেবার মতো তথ্য হলো সে একজন Call boy!
আমি যখন আমার গার্ল ফ্রেন্ড এর সাথে কথা বলি আমার পুরুষাঙ্গ দিয়ে একপ্রকার পানি বের হয় এটা কি কোন সমস্যা ? জানুন এখানে
শুনে প্রথমে আমারও বিশ্বাস হয়নি, কিন্তু এটাই সত্য সে আমাকে নিজে এটা বলেছে | But এখানে বলে রাখা ভালো, সে Call boy হলেও অনেক ভালো family-র ছেলে | তার ব্যাবহারে মোটেও অভদ্র বা বাজে ছেলে মনে হয়না | অবশ্য তার এই পরিনতির জন্য তার আগের Gf দ্বায়ী, তার Gf তাকে ধোঁকা দিয়ে চলে গেছে | কিন্তু তার এতো বড় সত্য জানার পরেও আমি তার সাথে বন্ধুত্ব বজায় রাখি | কারন মিথ্যা কে আমি ঘৃনা করি | তার সততা আমাকে মুগ্ধ করে! তাই আমাদের Friend ship আরো দৃঢ় হয়! সে কখনো আমাকে নোংরা কথা বলেনি | একসময় আমি তাকে ভালোবেসে ফেলি এবং কথায় কথায় একদিন তাকে মনের কথা বলে ফেলি! But সে আমার কাছে ৬ মাস সময় চেয়ে বসে এবং বলে তার অতীত গুলোকে ভোলার জন্য সময় দরকার, আমি তার কথা মেনেও নেই | কিন্তু ছয় মাস তো দূর ছয় দিন না যেতেই চার দিনের মাথায় গিয়ে সে আমার ডাকে সাড়া দেয়!
এর ঠিক আট দিন পর আমারা Meet করি | আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে ওঠে | আট দিন পর সে চট্টগ্রাম আসে | সেদিন সকাল 6am to 7:45pm এক সাথে ছিলাম | সেদিন না চাইতেও নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধু তার খুশির জন্য নিজেকে তার কাছে সপে দিতে বাধ্য হই আমি! এরপর সন্ধ্যায় আমি বাসায় ফিরে আসি, আর সেও ওই রাতেই ঢাকায় ফিরে যায়| এরপর আমাদের আর দেখা হয়নি, তবে ফোনে ও fb-তে কথা হতো |

No comments:

Post a Comment