প্রশ্নঃ পুরুষেরা সাধারণত কই ঘন্টা সহবাস করতে পারে?
উত্তরঃ নারীদের মাঝে যৌন সচেতনতা বাড়ছে। তাই নারীরাও যৌন জীবনের নানান বিষয়াদী নিয়ে এখন আগ্রহী। আমি এপর্যন্ত যতগুলো প্রশ্ন পেয়েছি তার মধ্যে এটি সবচেয়ে কঠিনতম প্রশ্ন মনে হচ্ছে। কারণ প্রতিদিন নানান জন প্রশ্ন নানান প্রশ্ন করে। অধিকাংশ পুরুষরদের অভিযোগের মধ্যে থাকে, কারো শুরুতেই বীর্যপাত হয়ে যায় আবার কারো উত্তেজনার সাথে সাথেই বীর্যপাত হয়ে যায় আবার কারোর স্ত্রীর অভিযোগ থাকে আমার স্বামী মিলনে ২ মিনিটেও স্থায়ী থাকতে পারে না ।
এখন এই অবস্থায় কোন নারী যদি এরকম প্রশ্ন করে তাহলে এটাকে কঠিন প্রশ্নই বলা যায়। আরেকটি মজার বিষয় হচ্ছে কোন পুরুষ যদি ঘন্টা ধরে মিলন করতে সক্ষম হয় তাহলে ঐ পুরুষের স্ত্রী থাকবে তো?[1] নাকী এক স্ত্রী নিয়ে ঐ পুরুষ সন্তুষ্ট থাকবে? কয়েকটা বিয়ে যে করবে না তার গ্যারান্টি কি? স্বামীর যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে সে আরো কয়েকটি বিয়ে করে নিবে। তখন দেখা যাবে, এক স্বামীর অধিক বউ, রাত ভাগ করা নিয়ে সতীনদের মাঝে ঝগড়া-ঝাটি লেগে রই। যদি তিনি প্রশ্ন করতেন সাধারণত পুরুষেরা কত মিনিট পর্যন্ত মিলন করতে পারে? তাহলে উত্তরে বলা যেতো সর্বোচ্চ ১০ মিনিট। ১০ মিনিটের বেশি সময় নেওয়া পুরুষের সংখ্যা খুবই কম। ৫ মিনিটের ভিতরে পুরুষদের সংখ্যা অধিক বেশি। বর্তমানের খাদ্যের ভেজালের যুগে কোন পুরুষ যদি স্বাভাবিক ভাবে ১০ মিনিট পর্যন্ত মিলন করতে সক্ষম হয় তাহলে সেটাই অনেক কিছু।
[1] আমি একজন আলেমের গল্প জানি যার বিয়ের পর বউ ২ মাসের বেশি টিকে না। তাকে ছেড়ে চলে যায়। পরপর দুই বার এরকম হলে তার নিকটতম বন্ধুকে তাকে জিজ্ঞাসা করে বিয়ের পর তোমার বউ তোমাকে ছেড়ে চলে যায় কেন? তুমি কি তাকে ঠান্ডা করতে পারো না? জবাবে তিনি বলেছিলেন, আমি তাকে ঠান্ডা করতে পারলেও সে আমাকে পারে না তাই ছেড়ে চলে যায়।
No comments:
Post a Comment