Friday

প্রশ্নঃ যৌন মিলনের পর দেহ দুর্বল হয়ে যায়!




উত্তরঃ এটা যৌন মিলনের স্বাভাবিক প্রক্রিয়া। যৌন মিলনের পরিতৃপ্তির দেহ দুর্বল হবে এটাই স্বাভাবিক। পরক্ষণে আবার জায়গায় চলে আসবে। প্রতিবারের যৌন মিলন ১ ঘন্টার হাটাও চেয়েও বেশি কাজে দেয়। এক ঘন্টা হাঁটার ফলে শরীরের যে ক্যালোরি ক্ষয় সে পরিমাণের ক্যালোরী প্রতিবারের যৌন ফলেই ক্ষয় হয়। যৌন মিলনের পর শরীর দুর্বল হলে আপনি কিছু শক্তি বর্ধক খাবার খেতে পারেন।

সহবাসের পর মিষ্টি এবং হালকা গরম ধরণের কিছু খাদ্য খাওয়া খুবই জরুরী। যেমন—গাজরের হালুয়া, ডিমের হালুয়া, মধু মিশ্রিত দুধ, বাদামের হালুয়া। খাওয়ার মত কিছুই না পেলে শুধু মধু থাকলেও খেয়ে নিবে। একেবারে না খেয়ে থাকবে না। খাওয়ার মত যা পাবে অন্তত তাই খাবে।
বিশেষ দ্রষ্টব্য
সহবাসের পর কোনো ক্রমেই ঠান্ডা পানি পান করবে না। এমনকি সাথে সাথে গোসলও করবে না। যদি অধিক তৃষ্ণা পায়, তাহলে কিছু সময় অতিবাহিত হওয়ার পর পানি অথবা দুধ পান করবে। বর্তমানে এক ধরণের ট্যাবলেট রয়েছে, যা খেলে ক্ষতিপুরণ হয়।

No comments:

Post a Comment