আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকে পরিচয় হওয়া এক মহিলাকে ভয় দেখিয়ে দৈহিক সম্পর্ক তৈরির চেষ্টা চালানোর অভিযোগে গ্রেপ্তার হল এক কলেজ ছাত্র। তাকে ভারতের দিল্লির কীর্তি নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃত ছাত্রের নাম জগদীপ সিং(২২)। বাড়ি ভারতের পাঞ্জাবে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
ধৃতের বিরুদ্ধে অভিযোগ, সোশাল মিডিয়ায় মেয়ে সেজে অন্য মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করত সে। কিছুদিন যাওয়ার পর ওই মহিলাদের সঙ্গে দৈহিক সম্পর্ক তৈরি করার প্রস্তাব দিত। আপত্তি করলে ছবি বিকৃতি করে ব্ল্যাকমেল করার ভয়ও দেখাত। জানা গেছে, Bsc ফাইনাল ইয়ারের ছাত্র জগদীপের কু-নজর ছিল স্কুলের বাচ্চা মেয়েদের দিকেও। সোশাল মিডিয়াতে থাকা বাচ্চা মেয়েদেরও সে তার লক্ষ্যবস্তু বানিয়েছিল।
দিল্লি পুলিশের DCP(পশ্চিম) বিবেক কুমার বলেন, কীর্তি নগর পুলিশ স্টেশনে একজন এসে অভিযোগ করেন যে তাঁর এক পরিচিত মহিলাকে মেসেজ পাঠিয়ে দৈহিক সম্পর্ক তৈরিতে চাপ দেওয়া হচ্ছে। অন্যথায় তাঁর ছবি বিকৃত করার হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগ দায়ের হতেই সক্রিয় হয় পুলিশ।
মহিলা পুলিশকর্মীদের কাজে লাগিয়ে সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা হয় অভিযুক্তের সঙ্গে। তারপর দৈহিক সম্পর্ক স্থাপনের লোভে পাঞ্জাব থেকে দিল্লির আসার পথেই ধরা পড়ে অভিযুক্ত।
No comments:
Post a Comment