অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো 'মিস ওয়ার্ল্ড' খেতাব জিতলেন কোন স্প্যানিশ সুন্দরী। এবার প্রতিযোগিতাটির ৬৫তম আসরে বিশ্বের ১১৪ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নেন স্পেনের মিরাইয়া লালাগুনা রয়ো।
বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর তিনি বলেন, 'দৈহিক সৌন্দর্য নয়, মানুষের ভেতরের (মনের) সৌন্দর্যটাই আসল।'
শনিবার বিকেলে স্পেনের এই সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী দক্ষিণ আফ্রিকার রোলেন স্ট্রস।
দক্ষিণ চীনের হাইনান প্রদেশের উপকূলবর্তী সানায়া শহরে চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন রুশ সুন্দরী সোফিয়া নিকিতচুক (২২) ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন 'মিস ইন্দোনেশিয়া' মারিয়া হারফান্তি (২৩)।
এবার চতুর্থ ও পঞ্চম স্থান পেয়েছেন যথাক্রমে মিস লেবানন ও মিস জ্যামাইকা।
২৩ বছর বয়সী মিরাইয়া স্পেনের বার্সেলোনার বাসিন্দা। ফার্মাকোলজিতে অধ্যয়নরত এ সুন্দরী পুষ্টিবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পরিকল্পনা করছেন। তিনি পিয়ানো বাজাতে পারদর্শী।
পেশায় মডেল মিরাইয়া 'মিস ওয়ার্ল্ড' খেতাব জয়ের পর দেয়া বক্তব্যে বলেন, 'আমি বাইরে দেখতে সুন্দর। কিন্তু এর মানে এই নয় যে, আমার ভেতরটা অসুন্দর।'
তার মতে, 'মানুষ দৈহিক সৌন্দর্য নয়, বরং ভেতরের আত্মাটা দেখতে চায়।'
কেন নিজেকে 'মিস ওয়ার্ল্ড' হওয়ার যোগ্য মনে করেন- চূড়ান্ত বাছাই পর্বে এ প্রশ্নের উত্তরে মিরাইয়া বলেন, 'কারণ আমি নারীর চারিত্রিক দৃঢ়তায় বিশ্বাস করি। আমার মনে হয়, আমার ভেতরে কিছু আছে। আমি সব সময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, সৌন্দর্যের একটা উদ্দেশ্য থাকা উচিত। একেই আমি বহন করে নিয়ে যেতে চাই।'
এবারের প্রতিযোগিতায় টপ মডেল পর্বেও বিজয়ী হন মিরাইয়া এবং বক্তব্য উপস্থাপনের দক্ষতায় মুগ্ধ করেন বিচারকদের।
কানাডার সুন্দরীকে প্রতিযোগিতায় অংশ নিতে না দেয়ায় শুরু হওয়ার বহু আগে থেকেই বিতর্কের মুখে পড়ে এবারের আসর। চীনের বংশোদ্ভূত 'মিস কানাডা' অ্যানাস্তাশিয়া লিন (২৫) চীনের ধর্মীয় নীতির সমালোচনা করায় এবং নিষিদ্ধ 'ফালুন গং' ধর্মবিশ্বাসের অনুসারী হওয়ায় তাকে ভিসা দেয়া হয়নি।
এছাড়া দ্বিতীয়বারের মতো এ বছর প্রতিযোগিতায় বাইরের কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়। গত বছর লন্ডনে অনুষ্ঠিত প্রতিযোগিতার কয়েক মাস আগে 'মিস হন্ডুরাস' ও তার বোন নিহত হওয়ায় আসরটি বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সূত্র: এএফপি, মেইল অনলাইন
শনিবার বিকেলে স্পেনের এই সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী দক্ষিণ আফ্রিকার রোলেন স্ট্রস।
দক্ষিণ চীনের হাইনান প্রদেশের উপকূলবর্তী সানায়া শহরে চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন রুশ সুন্দরী সোফিয়া নিকিতচুক (২২) ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন 'মিস ইন্দোনেশিয়া' মারিয়া হারফান্তি (২৩)।
এবার চতুর্থ ও পঞ্চম স্থান পেয়েছেন যথাক্রমে মিস লেবানন ও মিস জ্যামাইকা।
২৩ বছর বয়সী মিরাইয়া স্পেনের বার্সেলোনার বাসিন্দা। ফার্মাকোলজিতে অধ্যয়নরত এ সুন্দরী পুষ্টিবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পরিকল্পনা করছেন। তিনি পিয়ানো বাজাতে পারদর্শী।
পেশায় মডেল মিরাইয়া 'মিস ওয়ার্ল্ড' খেতাব জয়ের পর দেয়া বক্তব্যে বলেন, 'আমি বাইরে দেখতে সুন্দর। কিন্তু এর মানে এই নয় যে, আমার ভেতরটা অসুন্দর।'
তার মতে, 'মানুষ দৈহিক সৌন্দর্য নয়, বরং ভেতরের আত্মাটা দেখতে চায়।'
কেন নিজেকে 'মিস ওয়ার্ল্ড' হওয়ার যোগ্য মনে করেন- চূড়ান্ত বাছাই পর্বে এ প্রশ্নের উত্তরে মিরাইয়া বলেন, 'কারণ আমি নারীর চারিত্রিক দৃঢ়তায় বিশ্বাস করি। আমার মনে হয়, আমার ভেতরে কিছু আছে। আমি সব সময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, সৌন্দর্যের একটা উদ্দেশ্য থাকা উচিত। একেই আমি বহন করে নিয়ে যেতে চাই।'
এবারের প্রতিযোগিতায় টপ মডেল পর্বেও বিজয়ী হন মিরাইয়া এবং বক্তব্য উপস্থাপনের দক্ষতায় মুগ্ধ করেন বিচারকদের।
কানাডার সুন্দরীকে প্রতিযোগিতায় অংশ নিতে না দেয়ায় শুরু হওয়ার বহু আগে থেকেই বিতর্কের মুখে পড়ে এবারের আসর। চীনের বংশোদ্ভূত 'মিস কানাডা' অ্যানাস্তাশিয়া লিন (২৫) চীনের ধর্মীয় নীতির সমালোচনা করায় এবং নিষিদ্ধ 'ফালুন গং' ধর্মবিশ্বাসের অনুসারী হওয়ায় তাকে ভিসা দেয়া হয়নি।
এছাড়া দ্বিতীয়বারের মতো এ বছর প্রতিযোগিতায় বাইরের কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়। গত বছর লন্ডনে অনুষ্ঠিত প্রতিযোগিতার কয়েক মাস আগে 'মিস হন্ডুরাস' ও তার বোন নিহত হওয়ায় আসরটি বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সূত্র: এএফপি, মেইল অনলাইন
No comments:
Post a Comment