Thursday

যৌন আবেদনে ভরা ট্রেইলর দেখেছেন দেড় কোটি মানুষ [ভিডিও]




বলিউডে এখন চলছে এডাল্ট সিনেমার দাপট। পরিচালকরা একের পর এক এডাল্ট কমেডিয়ান সিনেমা তৈরিতে ব্যস্ত। যদিও এসব সিনেমা ব্যবসাসফল হচ্ছে না। তবুও যৌন সুড়সুড়ি দিয়ে দর্শক টানার কৌশল নিচ্ছেন পরিচালকরা। 
  
এরই ধারাবাহিকতায় পরিচালক বিশাল শর্মা নির্মাণ করেছেন ক্রাইম থ্রিলার 'ওয়াজহ তুম হো' ছবি। 
  
সিনেমার ট্রেইলর এরইমধ্যে ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র এক সপ্তাহে প্রায় দেড় কোটি মানুষ ট্রেইলরটি দেখেছেন। 
  
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সানা খান, গুরমিত চৌধুরী, শরমন যোশী ও রজনীশ দুগ্গল। 
  
ছবির ট্রেইলরে গুরমিত চৌধুরীর সঙ্গে সানা খানের যৌনতায় ঠাসা আবেদন মুখের ভাষা কেড়ে নিয়েছেন দর্শকদের। 
  
ট্রেইলরের পরতে পরতে শুধুই যৌন আবেদন। এছাড়াও ছবির 'হট কোশেন্ট' বাড়াতে রয়েছেন জারিন খান ও শার্লিন চোপড়া। 


No comments:

Post a Comment