নায়িকা ঋতুপর্ণার বাসর রাতের এ দৃশ্যটি দেখলে যেকেউ প্রথমে বুঝবেনই না যে এটি কোনও শুটিংয়ের দৃশ্য্। এমন রগরগে দৃশ্যায়ন তারা না করলেও পারতেন।
শিবুটা কী বাজে কথা বলে! আমি পুরো চিত্রনাট্য পড়েছি! আমার মন বলছিল, এই ছবি সুপারহিট হবে৷ কারণ গল্পটা পরিবারকেন্দ্রিক৷ আমার ভীষণভাবে মনে হয়, পরিবারকেন্দ্রিক ছবি হওয়া দরকার৷ আর ছবিটা করতে আমি চেয়েছিলাম, সেটা প্রাথমিকভাবে নন্দিতাদি আর শিবুর সঙ্গে আমার স্ট্রং অ্যাসোসিয়েশনের জন্যই৷ কিছু কিছু সময় বন্ধুত্ব এমন পর্যায় চলে যায়, যখন আর কিছু ভাবার থাকে না!
No comments:
Post a Comment